
বিয়ের দাওয়াত কবুল না করায় সৎ ভাইদের হামলায় আহত বৃদ্ধ চাচা- চাচি আদালতে মামলা করে এখন চরম বিপাকে
নাসির উদ্দিন (নাহিদ) তালুকদার
জেলা প্রতিনিধি মাদারীপুর
- মাদারীপুর সদর উপজেলার রাস্তী ইউনিয়ন হাজরাপুর গ্রামে বিয়ের দাওয়াত গ্রহন না করায় সৎ ভাই-ও ভাতিজাদের হামলায় আহত হন ৬৮ বছরের বয়োবৃদ্ধ আবু তালেব মুন্সী, এ বিসয়ে ঘটনা স্থানে গিয়ে ভুক্তভোগী ও এলাকাবাসি কাাছে জানা যায় গত ৩/৫/২৫ ই: সৎ ভাই বিয়ের দাওয়াত আগে না দেওয়ার কারণে এই ঘটনা ঘটে এ বিষয়ে ৪ জন কে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন, যাহার মামলা নাম্বার ৮, এছাড়া মাদারীপুর জেলা আদালতে মামলা করেন যাহা নাম্বার জি আর ২০৬/’২৫ এক সাক্ষাৎকারে বয়োবৃদ্ধ আবু তালেব মুন্সী জানান, তার সৎভাই ও ভাতিজাদের সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। যে কারণে তারা তাদের সৎ ভাই রফিক মুন্সীর মেয়ে নিপা আক্তারের বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিলে সেই দাওয়াতে যেতে রাজি হন নি, ই অজুহাতে তারা তাদের উপর ক্ষুব্ধ হয়ে আবু তালেব মুন্সীর বাড়ি-ঘর ভাংচুর সহ শারিরীক নির্যাতন চালায় এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার মেয়ে আকলিমা খাতুনকে রক্তাক্ত জখম করে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট রফিক মুন্সী, নাসির মুন্সী ও আরো ২ জন মহিলাকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী পরিবার। ইতিমধ্যে ২ জন মহিলা আদালত থেকে জামিন পান। কিন্তু রফিক মুন্সী ও নাসির মুন্সী আদালতে হাজির না হয়ে আবু তালেব মুন্সী ও তার পরিবারের লোকজনের উপর মামলা তুলে নেবার জন্য হুমকি-ধমকি এমনকি প্রাণনাশের ভয়ভীতিও দেখাচ্ছেন। এজন্য ভুক্তভোগরীরা সংশ্লিষ্ট আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন, নইলে আসামী কর্তৃক তাদের বড় ধরনের ক্ষতির আশংকা ব্যক্ত করেছেন। এদিকে বিবাদি পক্ষের সাথে কথা বললে তারা ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন।