মাদারীপুরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে
সেমিনার ও মতবিনিময়
অনুষ্ঠিতনাসির উদ্দিন নাহিদ তালুকদার
মাদারীপুর জেলা প্রতিনিধি:আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে মাদারীপুর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, এবং এই সেমিনার প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম এন্ড অপস), মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, বেনজির আহমেদ মাদারীপুর জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ,
RAB ৮ মাদারীপুর ক্যাম্পে কমান্ডার আরডিসি নাঈম সরকার ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী ও বাস্তবভিত্তিক করতে এই সেমিনার বিশেষ গুরুত্ব বহন করে।সভায় জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি সিরাজগঞ্জের ছেলে বলে পরিচয় দিতে চাই না; বরং মাদারীপুরের সন্তান হিসেবে এই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অপরিহার্য।” তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ, গুজব নিরসন, ভোটারদের সচেতন করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রসঙ্গে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার বিশেষভাবে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা ও প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, দেশে যেমন নির্বাচনী প্রযুক্তি ও ব্যবস্থাপনায় উন্নয়ন হয়েছে, তেমনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে।
সভায় বক্তারা নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বাড়াতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষ অংশে জেলার প্রশাসনিক কর্মকর্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন এবং গণমাধ্যম—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টাই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল শক্তি।