মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে হোসেনের হাট এলাকায়, রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সাইফুল ইসলাম (২৬) নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন । সাইফুল ইসলাম বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর হোসেনের হাটের একজন অটো পার্টসের ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, ১৭/০৫/২৫ তারিখ সকালে তার দোকানে গিয়ে রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার ৫,০০০/-টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ার কারনে তারা সাইফুলকে দোকান থেকে জোর পূর্বক বের করে দিয়ে সাটার নামিয়ে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার তিনদিন পরে ওই বন্ধ দোকানে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে আমার দোকানে গিয়ে আমার নিকট হইতে বিভিন্ন অংকের টাকা পয়সা নিত অভিযুক্তরা। এছাড়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিত। তারা নেশা করে তাই তাদের সাথে কোন বাকবিতন্ডায় যেতাম না। দোকানে তালা দেওয়ার তিনদিন পর সেই দোকানে সাটারের তালা ভেঙ্গে ১টি hp ল্যাপটপ, ক্যাশবাক্সে থাকা নগদ ৪০,০০০/- টাকা এবং ১,০০,০০০/- টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ পার্টস নিয়া যায়। এ বিষয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি । সাইফুল আরো বলেন শুধু আমার সাথে নয় এ বাজারে আরো অনেকের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইয়াসিন হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এই সব অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে শিক্ষক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির রতন শেখ বলেন অভিযোগ পেয়েছি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ঘটনার সততা পাওয়া গেলে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে।